বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তুমব্রু সীমান্ত মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন 

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ০০ ১২ ০২  

তুমব্রু-সীমান্ত-মাইন-বিস্ফোরণে-যুবকের-পা-বিচ্ছিন্ন 

তুমব্রু-সীমান্ত-মাইন-বিস্ফোরণে-যুবকের-পা-বিচ্ছিন্ন 

বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের ঘটনায় মো. কাদের (৫০) নামে বাংলাদেশি এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্নের ঘটনায় গুরুতর আহত কৃষক কাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ রিপন কৃষক কাদেরের আহতের বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা.আশিকুর রহমান জানান,সীমান্ত এলাকায় পা বিচ্ছিন্ন যুবকের চিকিৎসা চলমান রয়েছে। এখনো পর্যন্ত তার অবস্থা স্বাভাবিক রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী